আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

নিজেস্ব প্রতিবেদক

গরমের মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এবং সবাই বৃষ্টির অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায়ও ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে উত্তর-উত্তর-পূর্ব দিকে যেতে পারে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা চলতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দেশের অন্যান্য অংশেও বৃষ্টি হতে পারে, এবং তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

শনিবার (১২ এপ্রিল) পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, আর তাপমাত্রা ১-২ ডিগ্রি কমবে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রবিবার ও সোমবার (১৩-১৪ এপ্রিল) দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এবং পটুয়াখালী ও সাতক্ষীরায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com