আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি,মারুফ আহম্মেদ
গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত্বরে এ প্রতিবাদ কর্মসূচি ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালিত হয়। এতে হাজারের অধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সোমবার অনেক শিক্ষার্থীদের সিটি ,অ্যাসাইনমেন্ট,ভাইভা ছিল কিন্তু শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস টেস্ট পরীক্ষা বর্জন করে সমাবেশে যুক্ত হন।