আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

Logo
কুলিয়ারচরে আবুল কাসেম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুলিয়ারচরে আবুল কাসেম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল কাসেম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জনতা আইডিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাসেম।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ হারুন, বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা নাছিমা বেগম সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড় ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথি ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com