বাংলাদেশ-ভারতের ম্যাচে ধারাভাষ্য দিতে ভারত গেলেন তামিম ইকবাল

খেলা ডেস্ক :-

বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। শান্ত-মিরাজরা বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখানে চলছে টাইগারদের কঠোর অনুশীলন। ভারতের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। টাইগারদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তামিম অবশ্য খেলতে নয় আসন্ন সিরিজটির ধারাভাষ্যকার হিসেবেই গেছেন।

দেশ সেরা এই ওপেনার ইতোপূর্বে ধারাভাষ্য করার ইচ্ছের কথা জানিয়েছিলেন বেশ কয়েকবার। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে তামিমের। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে তামিম মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন, দর্শকদের দিয়েছেন উন্মাদনা। এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *