আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৮ মাসেই যেন হাঁপিয়ে উঠেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান বাঁ-হাতি এই ব্যাটার।
শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকে আলোচনায়, কে হতে পারে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। শান্তর জায়গায় দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। সেখানে তিন ফরম্যাটের জন্য কোনো একজনকে দায়িত্ব না দেওয়ার ব্যাপারে বেশির ভাগ বোর্ড পরিচালকের মত রয়েছে। সে ক্ষেত্রে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য মেহেদী হাসান মিরাজ এবং টি২০-এর জন্য তাওহিদ হৃদয়ের নাম আসতে পারে বলে শোনা যাচ্ছিল।
তবে আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক হতে প্রস্তুত বলে জানান তাইজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলেছি, তো পুরাটাই তৈরি।’
নিজে অধিনায়ক হতে প্রস্তুত থাকলেও তাইজুল জানেন না শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার খবর। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আপনারা শুনে থাকতে পারেন, আমি এখনো বিষয়টি শুনিনি। এটা আমার পার্টও না, এ বিষয়ে জানি না।’
টিম মিটিংয়ে অধিনায়ক কে হবে এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তাইজুল বলেন, ‘অধিনায়ক কে হবে এমন কোন টিম মিটিং হয় নাই। আমি জানিই না এ বিষয়ে।